চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর লোকজনের হামলায় অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বর্তমানে অন্তঃসত্ত্বা নারী চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৩১ ডিসেম্বর শুক্রবার সকালে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছৈয়াল বাড়িতে এ হামলার ঘটনাটি ঘটে। অন্তঃসত্ত্বা নারী কল্পনা বেগম (২০) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিনমজুর রাজু ছৈয়ালের স্ত্রী।
স্বামী রাজু ছৈয়াল জানায়, ঈশানবালা বাজারে আমার পিতা আব্দুল মান্নানের দোকান রয়েছে। সেখান থেকেই নীলকমল ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সউদ আল নাছের এর সাথে পরিচয় হওয়ার সুবাধে পিতার কাছ টাকা ধার নেয়। পাওনা টাকা চাওয়ায় শুক্রবার সকালে আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার সউদ আল নাছের এর নির্দেশে রিয়াদ, ফাহাদ, নিজাম, সৈয়দ সর্দার, ফারুক মোল্লাসহ প্রায় ২০ থেকে ২৫ জন বাড়িতে এসে হুমকি ধমকি প্রদান করে। এসময় বাড়িতে স্ত্রী কল্পনা ছাড়া কেউ না থাকায় রিয়াদ, ফাহাদ, নিজাম তাকে বেধর মারধর করে। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হয়।
কল্পনার শ্বশুড় আব্দুল মান্নান জানায়, আমার ছেলের বৌ ৭ মাসের অন্তঃসত্ত্বা। সউদ এর বিরুদ্ধে হাইমচর থানায় মামলা রয়েছে। সে একজন সন্ত্রাসী। সে আমার বাড়িতে সন্ত্রাসী পাঠিয়ে ছেলের বৌ ও তার সন্তানকে মেরে ফেলতে চেয়েছে। ছেলের বৌ বর্তমানে চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত অন্তঃসত্ত্বা কল্পনা জানায়, আমার গর্ভের সন্তানতো কোন অন্যায় করে নি। আমি এর বিচার চাই।তবে এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায় নি।
পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur