চাঁদপুরের হাজীগঞ্জের এক কেন্দ্রে এ প্রথম স্বাধীনতার পর নৌকা পাশ করেছে। আওয়ামী লীগ সরকারের টানা ক্ষমতায় এলাকায় ব্যাপক উন্নয়নের ফলে এলাকার ভোটাররা নৌকায় ভোট দেন।
জানা যায়, হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা ৪ নম্বর ওয়ার্ডে নৌকা ভোট পেয়েছে ৫৯৬ ভোট, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীক পেয়েছে ৪৩৪, বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থী ২৯৩ ভোট।
স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মাসুদ বলেন, বিগত যত নির্বাচন হয়েছে সব সময় আমাদের এ কেন্দ্রে বিএনপি পাশ করে।
গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবাদ সুষ্ঠু ভোটে আওয়ামী লীগের নৌকার প্রার্থী কাজী নরুর রহমান বেলাল ব্যাপক ভোটে জয় লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। এর কারণ হচ্ছে আমাদের এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। যে কারনে ভোটারগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয় করেছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২৮ ডিসেম্বর ২০১২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur