শাহরাস্তিতে ১০টি ইউনিয়নে উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গণনা।
আজ চতুর্থধাপে শাহরাস্তির ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে।
১০ ইউপির মধ্যে ৮টি ইউপিতে ব্যালট এবং রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এডজেকটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, মোবাইল কোর্ট, স্ট্রাইকিং পুলিশ, টহল পুলিশ ছিল চোখে পড়ার মতো।
সকালে শাহরাস্তির বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।
তিনি শাহরাস্তির বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সন্তুষ্টি প্রকাশ করেন। এবং ভোটারদের সাথে সাক্ষাৎ করেন
উপজেলার ১০টি ইউনিয়নে মোট কেন্দ্র সংখ্যা ৯১টি। প্রত্যেক কেন্দ্রে ১৭ জন আনসার সদস্য ও ৫ জন পুলিশ সদস্য নিয়োজিত ছিল।
নির্বাচনে নির্বাাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাবের টিম, বিজিবি, মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ আনসার ও ব্যাটালিয়ান আনসার বাহিনীর উপস্থিতি ছিল লক্ষনীয়। ভোটের পরেও তারা থাকবেন বলে নিশ্চিত করেন নির্বাচন কর্মকর্তা।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৩শ ৯৬ জন এবং সংরতি নারী সদস্য পদে ৯৪ জন প্রার্থী রয়েছেন।
উৎসবমুখর পরিবেশে ভোটারদের ব্যাপক উপস্থিতির মধ্যেই শাহরাস্তির ১০টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন, ভোট গণনা হয়।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা টামটা দক্ষিন ইউপি’র স্বতন্ত্র মোঃ জহিরুল আলম ভূঁইয়া মানিক (চশমা)। টামটা উত্তর ইউপি’র স্বতন্ত্র মোঃ ওমর ফারুক দর্জি (আনারস)।
মেহের উত্তর ইউপি’র স্বতন্ত্র মোঃ জহিরুল ইসলাম (আনারস)। মেহের দক্ষিণ ইউপি’র আওয়ামী লীগ মনোনীত মো রুহুল আমিন (নৌকা)। রায়শ্রী উত্তর ইউপি’র আওয়ামী লীগ মনোনীত মো, মোশারেফ হোসেন মুশু (নৌকা)। রায়শ্রী দক্ষিণ ইউপি’র আওয়ামী লীগ মনোনীত মোঃ আব্দুর রাজ্জাক (নৌকা) চিতোষী পূর্ব ইউপি’র স্বতন্ত্র আলম বেলাল (আনারস) চিতোষী পশ্চিম ইউপি’র স্বতন্ত্র জোবায়েদ কবির বাহাদুর (আনারস) সূচিপাড়া দক্ষিণ ইউপি’র আওয়ামী লীগ মনোনীত মাহতাব উদ্দিন হেলাল (নৌকা)। সূচিপাড়া উত্তর ইউপি’র আওয়ামীলীগ মনোনীত মোঃ মোস্তফা কামাল মজুমদার (নৌকা) বিজয়ী হয়েছেন।
প্রতিবেদকঃ মোঃ জামাল হোসেন, ২৬ ডিসেম্বর ২০২১