Home / চাঁদপুর / চাঁদপুর জেলা বিএনপি’র সমাবেশ স্থগিত হচ্ছে
সমাবেশ

চাঁদপুর জেলা বিএনপি’র সমাবেশ স্থগিত হচ্ছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে চাঁদপুরে জেলা বিএনপি’র আয়োজনে গণসমাবেশের তারিখ ছিল আগামি ২৯ ডিসেম্বর। কিন্তু এরই মধ্যে জেলা বিএনপি’র আহবায়ক ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।

এ কারণে সমাবেশ পেছানো নিয়ে সভা করেছে জেলা বিএনপি। আজ ২৬ ডিসেম্বর রোববার সন্ধ্যায় দলীয় কার্যালয় নেতৃবৃন্দ জরুরি বৈঠক করেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, জেলা বিএনপি নেতা অ্যাডঃ জহির উদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম ও যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু জানান, ‘আমাদের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক অসুস্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সমাবেশ করার সকল প্রস্তুতি থাকা সত্ত্বেও আমরা চাচ্ছি শেখ ফরিদ আহমেদ মানিকের উপস্থিতিতে জেলার এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এ জন্য তারিখ পরিবর্তন করা বিষয়টি আমরা কেন্দ্রকে অবগত করার সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্রের অনুমতি সাপেক্ষে ২৯ ডিসেম্বর সমাবেশ স্থগিত হতে পারে।’

স্টাফ করেসপন্ডেট, ২৬ ডিসেম্বর ২০২১