নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কমপক্ষে তিনজন মারা গেছেন। বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যা ৬টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ ও দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ জামান বলেন, রেল গেটের ওপর আনন্দ পরিবহনের একটি বাস ছিল। ওই সময়ে ঢাকা থেকে আসা ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু ঘটে। আহত হয় বেশ কয়েকজন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur