কুমিল্লায় কাভার্ড ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৫ জন।
শুক্রবার সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাভার্ড ভ্যানের চালক বাদশা মিয়ার বাড়ী মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।
আহতরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার পারুল বেগম, আবদুল মন্নান, কুমিল্লার মনোহরগঞ্জের আবদুল মমিন।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল হাসান জানান, সকালে ঢাকা গামী হিমাচল এক্সপ্রেস বাস নোয়াখালী অভিমুখি একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে বাসটি পাশের খালে পড়ে যায়। এতে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ৫ জন।
পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও কাভাড ভ্যান উদ্ধার করেছে।
প্রতিবেদকঃ জাহাঙ্গীর আলম ইমরুল, ২৪ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur