বাবা হতে চলেছেন ক্রিকেটার নাসির হোসেন। নাসিরের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি ছয় মাসের অন্তঃসত্ত্বা। আজ সোমবার সাবেক স্বামী মো. রাকিব হাসানের করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তামিমা। সেই আবেদনে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি। তামিমার আইনজীবী মোর্শেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে তদন্ত প্রতিবেদনে পিবিআই আদালতকে জানিয়েছে, মো. রাকিব হাসানের স্ত্রী তামিমা স্বামীকে তালাক দেননি। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেওয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন।
এদিকে আজ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে দেওয়া আবেদনপত্র আমলে নেননি আদালত। আদালত আগামী ২৪ জানুয়ারি রাকিবের করা মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur