Home / চাঁদপুর / চাঁদপুরে সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট
জমির

চাঁদপুরে সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট

ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে চাঁদপুর জেলার সব উপজেলার সাড়ে ৪ হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। এতে ২০ হাজার ৯ শ’২০ মে.টন নানাবিধ ফসলের ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে টাকার পরিমাণ ৪৪১ কোটি ৭২ লাখ ৬৫ হাজার টাকা নির্ণয় করা হয়েছে। কৃষকের সংখ্যা ৫৭ হাজার ৭৪ জন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নরেশ চন্দ্র দাস ২০ ডিসেম্বর দুপুরে এ তথ্য জানিয়েছেন।

প্রাপ্ত তথ্য মতে, চাঁদপুরের সব উপজেলার চলতি বছরের শুরুতেই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ব্যাপকভাবে কৃষকদের বোরো বীজতলা,আলু ,সরিষা,গম ,পেঁয়াজ,মরিচ ও অন্যান্য শীতকালীন শাক-সবজি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২শ’৫ জন কৃষকের ৩৩২ হেক্টর বোরো বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। যার পরিমাণ মূল্য ৪ লাখ ১৫ হাজার টাকা। ১১ হাজার ৫শ’ জন কৃষকের ১ হাজার ১ শ ৩৮ জন কৃষকের ৪শ ৬ হেক্টর আলু ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার পরিমাণ মূল্য ৫ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা। ১৩ হাজার ১শ কৃষকের ১ হাজার ১৩ হাজার ১শ কৃষকের ১ হাজার ১শ ৭১ হেক্টর একরের সরিষার ফসল ক্ষতিগ্রস্থ হয়েছ্।ে যার পরিমাণ মূল্য ৭ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা ।

১শ’৯৫ কৃষকের ২১ হেক্টর গমের ক্ষতিগ্রস্থ হয়েছ্।ে যার পরিমাণ মূল্য ১ লাখ ৩১ হাজার টাকা। ১শ ৬০ জন পেঁয়াজ চাষির ১শ’হেক্টর ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার পরিমাণ মূল্য ২১ হাজার টাকা। ১ হাজার ৪শ জন মরিচ চাষির ১শ’৩ হেক্টর ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার পরিমাণ মূল্য ১ লাখ ৬৪ হাজার টাকা। ৫ হাজার ৯শ ৯০ জন অন্যান্য ফসল চাষির ৪শ ২৮ হেক্টর ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। যার পরিমাণ মূল্য ৩ কোট ৪২ লাখ ৪০ হাজার টাকা। ১৭ হাজার ৬শ ৩০ জন শাক-সবজি চাষির ৮শ’৮৪ হেক্টর ক্ষতিগ্রস্থ হয়েছে। যার পরিমাণ মূল্য ৪২৫ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা।

এ ব্যাপরে ঐ কর্মকর্তা এক প্রশ্নের আলোকে জানান,সরকার সাধারণত:যে বছর ফসলের ক্ষতি হয়ে থাকে সে বছর প্রণোদনা দেয়া হয না। সে হয়তো পরের মৌসুমে পেতে পারে। তবে চাঁদপুর থেকে আমাদের অধিদপ্তরে প্রস্তাব দেয়া হয়েছে বলে তিনি জানান।

আবদুল গনি,
২১ ডিসেম্বর ২০২১