কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচংয়ে একজন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী আবু নাছের ভূঁইয়া (৪৫) জেলার বুড়িচং উপজেলার ভারেল¬া ইউনিয়নের কংশনগর গ্রামের প্রয়াত আব্দুল মান্নান ভূইয়ার ছেলে।
দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তৌহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কংশনগর বাজার এলাকায় সংগীয় ফোর্সসহ তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামী আবু নাছের ভূইয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী আবু নাছের ভূঁইয়া পারিবারিক আদালত অধ্যাদেশে তিন মাসের সশ্রম সাজাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur