চাঁদপুরের কচুয়া উপজেলার পদুয়া গ্রামে ইমাম,মুয়াজ্জিন ও গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বিশিষ্ট ব্যবসায়ী ও এচেপ্ট প্রোপাইটিজ লিমিটেডের এর প্রকল্প পরিচালক মো. আমিনুল ইসলাম নাছিরের আয়োজনে এলাকার শতাধিক লোকজনের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
এসময় পদুয়া বাইতুন আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় এসময় হাফেজ মাও. দেলোয়ার হোসাইন,মাও. অহেদুজ্জামান মীর, হাফেজ কামাল হোসেন ও সমাজসেবক ইলিয়াস ফরাজীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম কামাল ও এজহারুল ইসলাম।
কম্বল বিতরনের উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবক মো.আমিনুল ইসলাম নাছির বলেন, ভবিষ্যতে একটি ফাউন্ডেশন গঠনের মাধ্যমে পদুয়া বেরকোটা সহ বিভিন্ন গ্রামের অসহায় মানুষের মাঝে শিক্ষা সামগ্রী সহায়তা প্রদান, ঈদ ও খাদ্য সামগ্রী প্রদানসহ অসহায় মেয়েদের বিয়েতে সহায়তা ও পাঠাগার তৈরির মাধ্যমে এলাকাকে আলোকিত করতে চাই।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur