নিউজ ডেস্ক :
মুন্সীগঞ্জ শহরের লাল মিয়া হাফেজিয়া বালক মাদরাসায় ১২ বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামে এক শিক্ষককে পুলিশের হাতে তুলে দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
পরে মাদরাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওই শিক্ষককে পুলিশের হাতে তুলে দেয়।
মুন্সীগঞ্জ শহরের দর্পনা সিনেমা হল সংলগ্ন বোগদাদীয়া প্লাজার ৬ষ্ঠ তলায় এই শিশু শিক্ষার্থীর বলাৎকারের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
মাদরাসা সূত্রে জানা যায়, লাল মিয়া হাফেজিয়া বালক মাদরাসায় নাজারা বিভাগে শিশু শিক্ষার্থী (১২) ও শিক্ষক আরিফুল ইসলাম একই রুমে বসবাস করতো। এ সুযোগে রাত ১টার দিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করে।
পরে বিষয়টি জানা-জানি হয়ে গেলে মাদরাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওই শিক্ষক আরিফুল ইসলামকে সদর থানা পুলিশের হাতে তুলে দেয়।
প্রধান শিক্ষক হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, শিশুটির বাবা কবির হোসেনের কাছে অভিযোগ পেয়ে ঘটনার অভিযুক্ত শিক্ষককে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুছ আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দেওয়ার পর আসামিকে জেলহাজতে পাঠানো হবে।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur