ভালো ঝামেলাতেই পড়েছেন ক্রিস গেইল। জনসম্মুখে এক নারী সাংবাদিককে ডেটিংয়ের প্রস্তাব দেয়ার ঘটনায় জল ভালোই ঘোলা হচ্ছে। একের পর এক উঠে আসছে গেইলের নারী ঘটিত কাণ্ডগুলো। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেলতো এক কাঠি সরেস। তিনি প্রস্তাব করেছেন, শুধু বিগ ব্যাশ নয়, বিশ্বব্যাপী সব ঘরোয়া টুর্নামেন্টগুলোতে নিষিদ্ধ করা হোক ক্রিস গেইলকে। তার সঙ্গে যেন কোন দল চুক্তি না করে।
মূল ঘটনার সূত্রপাত গত সোমবারের। বিগ ব্যাশের ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়ান চ্যানেল টেনের সাংবাদিক মেল ম্যাকলাফলিন সাক্ষাৎকার নিচ্ছিলেন গেইলের। এ সময় হঠাৎই ম্যাকলাফলিনের চোখের প্রশংসা করার পর ম্যাচের পর তাঁর সঙ্গে ড্রিংকসের আমন্ত্রণ জানান এই মেলবোর্ন রেনেগেডস ওপেনার। রসিকতার ছলে বলেন, ‘লজ্জা পেও না, বেবি’। পরিবেশ হালকা করতে জবাবে নারী সাংবাদিক বলেছিলেন, ‘না লজ্জা পাচ্ছি না।’
ঘটনা ঐখানে শেষ হলেই খুশি হতেন গেইল। কিন্তু না, পরে চক্রাকারে ঘুড়ছে ঘটনাটি। বিব্রত গেইল ক্ষমা চেয়েছেন ঐ ঘটনার জন্য। কিন্তু ক্ষান্ত হয়নি তার দল। ১০ হাজার অস্ট্রেলিয়ার ডলার জরিমানা করা হয় তাকে।
ঐ ঘটনার পর আলোচনা উস্কে দেয় অস্ট্রেলিয়ার ফেয়ারম্যাক্স মিডিয়া। তাদের দাবি, গেইলের এমন অশালীন আচরণ এই প্রথম নয়। গত ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও এক মহিলার সঙ্গে অশোভন আচরণ করেছিলেন গেইল। তাদের ভাষ্যমতে, বিশ্বকাপের সময় সে সময় ওয়েস্ট ইন্ডিজ দলের সেবায় ছিলেন অস্ট্রেলিয়ার এক নারী। একদিন কাজের জন্য ওই নারী গেইলদের ড্রেসিংরুমে প্রবেশ করেছিলেন। তিনি ভেবেছিলেন সে সময় ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মাঠে রয়েছেন। রুমে ঢুকে তিনি তোয়ালে পড়া ক্রিস গেইলকে দেখতে পান। এরপর গেইল নিজেকে অশালীনভাবে উপস্থাপন করে কথা বলেন।
পরে অবশ্য ঐ মিডিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন গেইল। তাতে কতটুকু কাজ হবে, কে জানে। কিন্তু সামনের দিনগুলো যে ভয়ংকর হয়ে উঠতে পারে গেইলের, তা আন্দাজ করা যাচ্ছে। শোনা যাচ্ছে, আগামী মৌসুম থেকে বিগ ব্যাশে খেলতে আর আমন্ত্রণ জানানো হবে না গেইলকে। কোনো নাটকীয় মোড় না এলে এই বিষয়টিকে মোটামুটি নিশ্চিতই ধরে নেওয়া যায়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিগ ব্যাশের খেলোয়াড়দের চুক্তির বিষয়গুলো দেখাশোনা করে। সেই সিএরই কয়েকজন কর্মকর্তা ওই সাক্ষাৎকারের কারণে গেইলের চুক্তি বাতিল করতে চাচ্ছেন।
এমন উত্তপ্ত আলোচনার কড়াইয়ের ঘি ঢেলেছেন ইয়ান চ্যাপেল। অপ্টাস এসএমবি ক্রিকেট লেজেন্ড নামে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া যদি বিগ ব্যাশের ক্লাবগুলোকে বলে যে, আগামী মৌসুম থেকে ক্রিস গেইলের সঙ্গে চুক্তি করা যাবে না, তাহলে ভালো লাগবে। আরও ভালো হবে যদি তারা আইসিসিকে বলে, ‘আমরা যেটা করছি সেটা বিশ্বব্যাপী করা উচিত।’ সেক্ষেত্রে হয়তো সবগুলো দেশের সঙ্গে আলাদাভাবে কথা বলতে হবে। তবে আইসিসির সভায় যদি সিএ প্রস্তাব দেয় যে, ‘‘আমরা এটা (গেইলকে নিষিদ্ধ) করছি, এবং সবাইকে একই কাজ করতে পরামর্শ দিচ্ছি’, তাহলেও আমার ভালো লাগবে।’

গেইল এই প্রথম এমন করেছেন, ব্যাপারটি তা নয়। চ্যাপেলের মতে, আগেও গেইল এমনটি একাধিকবার করেছেন। তার মতে, ‘যদি শুধু একবার এমন হতো, তাহলে বলতাম, ‘‘ঠিক আছে, ১০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আর এমন কোরো না।’ কিন্তু (গেইলের বিষয়ে) ক্রিকেট সংশ্লিষ্ট যতজন নারীর সঙ্গে আমি কথা বলেছি, সবাই একই কথা বলছে (ম্যাকলাফলিনের মতো তাঁদেরও প্রস্তাব দিয়েছে গেইল)।’

চ্যাপেলের প্রস্তাব সবাই মেনে নিলে বিপাকেই পড়তে হবে গেইলকে। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের হয়ে কয়টা ম্যাচই তিনি খেলেন সারা বছর ধরে। সেই তুলনায় বিশ্বব্যাপী জনপ্রিয় টি২০ ঘরানোর টুর্নামেন্টগুলোই (বিগ ব্যাশ, আইপিএল, বিপিএল) গেইলের অন্যতম আয়ের উৎস। তা বন্ধ হয়ে গেলে কী হবে গেইলের, তা কে জানে?
নিউজ ডেস্ক || আপডেট: ০৫:২২ পিএম, ০৮ জানুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur