চাঁদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক ১২ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের ইকবাল হাসেন পাটওয়ারী প্রমূখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, অন্যান্য জেলার তুলনায় চাঁদপুর জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ ভাল। আগামি ১৬ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করাবেন। সকল শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়ে চাঁদপুর স্টেডিয়ামে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে সকলকে কাজ করতে হবে। এসময় জেলা প্রশাসক গ্রাম আদালতের মামলাগুলো দ্রুত নিস্পত্তি করতে নির্দেশ দেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur