চাঁদপুরের শাহরাস্তিতে মুজিববর্ষে জমিসহ গৃহপ্রাপ্ত ৪০ পরিবারের মাঝে শুকনো খাবার ও কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে।
১১ ডিসেম্বর শনিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে মাননীয় প্রধামন্ত্রীর উপহার হিসেবে, জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে প্রাপ্ত- শাহরাস্তি উপজেলায় মুজিববর্ষে জমিসহ গৃহপ্রাপ্ত ৪০টি পরিবারের মাঝে ৪০ প্যাকেট শুকনো খাবার ও ২টি করে কম্বল এবং অত্র উপজেলার ২টি এতিমখানায় ১০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো: সবুজ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১১ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur