Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা
রোগীকে

শাহরাস্তিতে সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা

চাঁদপুরের শাহরাস্তিতে রহিমানগর ডায়াবেটিক সমিতি ও নূর ভিশন ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত সহস্রাধিক রোগীকে বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে।

১১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধন করেন রহিমানগর ডায়াবেটিক সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম।

সভাপতিত্ব করেন শাহরাস্তি ন্যাশনাল ভিক্টোরি স্কুল এন্ড কলেজ এর পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল হক।

স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরুন্নবী চৌধুরী রবিন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর সভার মেয়র হাজী আব্দুল লতিফ।

তিনি বক্তব্যে বলেন, প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিস রোগীদের চিকিৎসা পাওয়া খুবই কষ্টসাধ্য। এই ধরণের উদ্যোগ আমাদের গরীব ও অসহায় মানুষের জন্য সেবা পাওয়ার সুযোগ করে দিয়েছে। একজন ডায়াবেটিস রোগীকে চিকিৎসার জন্য চাঁদপুর জেলা সদর, কুমিল্লা ও ঢাকায় যেতে হয়। গরীব লোকজনের পক্ষে এই খরচ বহন করা সম্ভব হয় না। এই ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাকরি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহরাস্তি পৌরসভার কাউন্সিলর, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট