আন্তর্জাতিক নারী প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওয়তায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক ও জাতীয় মহিলা সংস্থার মিলিত আয়েজনে ৫টি ক্যাটাগরিতে ৯ জয়িতার হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা ও গবেষণা বিষয়ক মাসুদুল আলম ভূঁইয়া, ইকবাল হোসেন পাটওয়ারী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা শাহ আলম মুন্সী, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী সোহেলী সুলতানা স্বপ্না, সফর জননী নারী সাহিদা সোলাইমান।
জাতীয় মহিলা সংস্থার চাঁদপুর জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আমেনা বেগম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঝুমার আক্তার। পবিত্র গীতা পাঠ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ইতি রানী।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৯ ডিসেম্বর ২০২১