চাঁদপুরে অবৈধ ইটভাটার উপর অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। ৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপি অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান চলাকালে ৫টি ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় এবং পরিবেশ আইন না মানায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার জানান, চাঁদপুর সদরের পশ্চিম সকদির মেসার্স এ বি এম ব্রিকস, নানুপুরের মেসার্স নানুপুর ব্রিকস, ফরিদগঞ্জের মুন্সীরহাটের মেসার্স মুন্সীরহাট ব্রিকস, মেসার্স মামুন এন্ড ব্রাদার্স ব্রিকস ও নুরপুরের মেসার্স উটতলী নূরপুর ব্রিকসের প্রত্যেকটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে সেই জরিমানা আদায় করা হয়।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিম হোসেন শেখ জানান, ৫টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। তিনি মালিকদের বৈধভাবে ইটভাটা পরিচালনা করার জন্য নির্দেশনা দেন।
অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। চাঁদপুর জেলা পুলিশের টিম অভিযানে সহায়তা করে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৮ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur