চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোস্তফা কামাল রনি।
৬ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলা সমবায় অফিসারের কক্ষে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান। এসময় ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের সর্বোচ্চ ভোট পেয়ে মোঃ মোস্তফা কামাল রনি সভাপতি নির্বাচিত হন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত উল্লাহ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান, কাজী মোঃ শহীদ উল্লাহ, মাহাবুবা আক্তার,নির্বাচিত মহিলা অভিভাবক প্রতিনিধি শিরিন আক্তার, অভিভাবক প্রতিনিধি জহিরুল ইসলাম, মাসুদ রানা, কবির হোসেন, হুমায়ূন কবির উপস্থিত ছিলেন।
ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল রনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটি উন্নয়নে সকলের দোয়া ও সর্বাত্বক সহযোগিতা কামনা করেন । মোস্তফা কামাল রনি সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৬ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur