চাঁদপুরের বিএনপি’র চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সু-চিকিৎসার দাবিতে এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শুক্রবার বাদ জুমা বিভিন্ন দেশে অবস্থানরত জাতীয়তাবাদীর মনে প্রানে বিশ্বাসী নেতাকর্মীদের নিয়ে গঠিত মাঝিগাছা প্রবাসী জাতীয়তবাদী ফোরামের উদ্যোগে মাঝিগাছা হাইস্কুল সংলগ্ন খেলাফায় রাশেদীন কেন্দ্রীয় জামে মসজিদ ও মাঝিগাছা জামালিয়া বাজার নুরু মিয়া প্রধান কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে সার্বিক সহযোগিতা করেন, মাঝিগাছা প্রবাসী জাতীয়তবাদী ফোরামের পক্ষে শাহজাহান চৌধুরী (বাহরাইন),কামরুজ্জামান (স্পেন),মো. নিরব (অস্ট্রোলিয়া), আতিকুর রহমান মিন্টু (দুবাই),রবিউল করিম রবি (বাহরাইন), কাউছার হামিদ (সৌদি আরব) সুমন মিয়াজী (সৌদি আরব),শামীম (সৌদি আরব), সুমন (কুয়েত),সুমন তালুকদার(দুবাই), সুমন প্রধান (সৌদি আরব), সবুজ (দুবাই), শাহজাহান (দুবাই),আব্দুল কাদের মিয়াজী (ওমান),আব্দুর রশিদ মিয়াজী (সৌদি আরব) ও হারুনুর রশিদ (মালয়েশিয়া)।
এসময় কচুয়া উপজেলাধীন বিতারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড (মাঝিগাছা) বিএনপি ,যুবদল, ছাত্রদল ও সসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি’র চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচারলা করা হয়।
উল্লেখ্য যে, মাঝিগাছা প্রবাসী জাতীয়তবাদী ফোরাম এর আয়োজনে বিগত সময়ে কচুয়াসহ বিভিন্ন স্থানে অসহায়,নির্যাতিত ও দলীয় ত্যাগী নেতাকর্মীদের সার্বিক খোঁজখবর নেয়া ও বিগত করোনাকালীন সময়ে সংগঠনটি ব্যাপক ভূমিকা রেখে আসছে।
কচুয়া প্রতিনিধি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur