আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ডেমোক্রেসি ইন্টারন্যাশাল কুমিল্লা অঞ্চলের আয়োজনে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর রোববার বিকেলে চাঁদপুর রোটারী ক্লাবের হলরুমে এ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা। এ প্রতিপাদ্যের উপর আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়াটার মোহাম্মদ মঈনুল ইসলাম, পিপিএম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রহিম বাদশা, ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অফ পার্টি, ডেমোক্রেসি লেসলি রিচার্ডস, এমএএফ চাঁদপুর ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর নারীর জয় শোবর জয় (এনজেএসজে) নেটওয়ার্ক সদস্য, অ্যাড. মুনিরা চৌধুরী, চাঁদপুর এমএএফ এবং নারীর জয় শোবর জয় (এনজেএস) সহ-সভাপতি নেটওয়ার্ক সদস্যরঅধ্যাপক মাসুদা নুর খান প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধের পাশাপাশি পুরুষ নির্যাতন রোধ করার বিষয়ে আলোচনা করেন। একই সাথে নারী এবং পুরুষ নির্যাতনের পাশাপাশি কোন মানুষ যেনো কোন ভাবে নির্যাতনের শিকার না হয় সে বিষয়ে নানান যুক্তি তুলে ধরে আলোচনা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন আগ্রহী অংশগ্রহণকারী লিপিকা বিশ্বাস, পরিচালক-নারী ও যুব ক্ষমতায়ন, ডিআই-এসপিএল, লুবাইন চৌধুরী, রাজনৈতিক প্রক্রিয়া উপদেষ্টা, ইউএসএআইডি বাংলাদেশের অ্যাড. আব্দুলাহিয়াল মামুন, সাধারণ সম্পাদক, বার কাউন্সিল চাঁদপুর, আবু নাসের পাটোয়ারী, সাধারণ সম্পাদক, এমএএফ, চাঁদপুর মনির চৌধুরী, এমএএফের সভাপতি, চাঁদপুর আমেনা বেগম, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁদপুর রজত। শুভ্রা সরকার, উপ-পরিচালক, সামজ কল্যাণ আধিদপ্তর, চাঁদপুর।
ইন্টারন্যাশনালের মডারেটর
আঞ্চলিক ব্যবস্থাপক, (ডিআই-এসপিএল) আবুল বাশারের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন সুধী সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৫ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur