শুধু বাসে নয়, লঞ্চেও অর্ধেক ভাড়া দাবি করেছে বরিশালের শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে রোববার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীর সদর রোডে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছে তারা।
৪৮ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে ওই কর্মসূচি থেকে।
সমাবেশে বক্তব্য দেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ, বিএম কলেজের শিক্ষার্থী কিশোর চন্দ্র বালা ও প্রদীপ কুমার দাস রাহুল ও বরিশাল কলেজের ছাত্র রিফাত প্রমুখ।
বক্তারা বলেন, ডিজেল ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সব গণপরিবহণের ভাড়া বেড়েছে। ভাড়া বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। তাই নৌযানসহ সব গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া নিশ্চিত করতে হবে।
পাশাপাশি নৌবন্দরে প্রবেশে ঘাট টিকিট মওকুফ ও নিরাপদ সড়ক বাস্তবায়নের দাবি জানান বক্তারা। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur