Home / সারাদেশ / ৫ ডিসেম্বর জাতীয় এসএমই পণ্য মেলা শুরু
পণ্য

৫ ডিসেম্বর জাতীয় এসএমই পণ্য মেলা শুরু

রাজধানী ঢাকার শেরেবাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৮ দিনব্যাপি ‘৯ম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১’ ৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে।

শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিতব্য এ পণ্য মেলা উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজধানীর আগারগাঁওস্থ পর্যটন ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি মেলা আয়োজনের উদ্দেশ্য এবং এর বিভিন্ন দিক সম্পর্কিত নানা তথ্য তুলে ধরে বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যালি উপস্থিত থেকে ‘৫ ডিসেম্বর সকাল ১০ টায় ৯ম জাতীয় এসএমই পণ্য মেলা’র শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ২০২১ সালের জন্য জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কারপ্রাপ্ত ৪ জন উদ্যোক্তার হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি,শিল্পসচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোঃ মাসুদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শতভাগ দেশী পণ্যের এই মেলায় উদ্যোক্তাদের জন্য ৩২৫টি স্টলের ব্যবস্থা থাকবে। এবারের মেলায় নারী উদ্যোক্তদের প্রাধান্য দেয়া হচ্ছে। মোট স্টলের ৬০ শতাাংশ নারী উদ্যোক্তাদের দেয়া হবে।

এএছাড়া মেলায় আগত দর্শনার্থীদের মাঝে এসএমই ফাউন্ডেশনের পরিচিতি ও কর্মসূচি তুলে ধরার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের একটি সেক্রেটারিয়েট,মিডিয়া সেন্টার, রক্তদান কেন্দ্র, ক্রেতা-বিক্রেতা মিটিং বুথ,বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাভুক্ত প্রতিষ্ঠান যেমন: বিটাক,বিএসটিআই, বিসিআইসি, বিসিক,বিএসইসি, জেডিপিসি,বিসিএসআইআর,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং প্লাটিনাম স্পন্সর ব্র্যাক ব্যাংক,গোল্ডেন স্পন্সর লংকা বাংলা,সিলভার স্পন্সর ব্যাংক এশিয়া ও ইস্টার্ণ ব্যাংক,কো-স্পন্সর জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ’র স্টল থাকবে।

এদিকে, এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনে জানানো হয,‘জাতীয় শিল্পনীতি ২০১৬’ অনুযায়ী উচ্চ অগ্রাধিকার বা অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত কৃষি বা খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প,আইসিটি/সফট্ওয়ার, চামড়া ও চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং,পাট ও পাটজাত,প্লাস্টিক,হস্ত ও কারুশিল্প,জুয়েলারি, খেলনা ও আগর শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানগুলোকে মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।

দেশীয় উৎপাদনকারী অথবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পই শুধুমাত্র মেলায় প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে। তবে, বিদেশী/আমদানিকৃত পণ্য মেলায় প্রদর্শন কিংবা বিক্রয় করা যাবে না।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ১২ ডিসেম্বর পর্যন্ত এ মেলা চলবে। এ সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলার শেষ দিনের অনুষ্ঠানে শিল্পমন্ত্রী প্রধান অতিথি থাকবেন। বাসস

বার্তা কক্ষ , ৩ ডিসেম্বর, ২০২১
এজি