১৬ আগস্ট ২০১৫, রবিবার, রাত ০৬ : ৫৬ মিনিট
কুমিল¬া করেসপন্ডেন্ট:
কুমিল¬ায় বিবাদমান দু’গ্রুপে মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে হৃদয় নামের চার বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রোববার বেলা সাড়ে ১০ টার দিকে নগরীর শুভপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হৃদয় স্থানীয় শুভপুর এলাকার রিকশাচালক মফিজ মিয়ার ছেলে। তাকে কুমিল্ল¬া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ডমাস্টার দুলাল চন্দ্র সূত্রধর জানিয়েছে।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোববার সকালে মাদক ব্যবসায়ী হাসিব গ্রুপের সাথে বিবাদমান অপর একটি গ্রুপের সংঘর্ষ হয়। এসময় রিকশা যাত্রী শিশু হৃদয় গুলিবিদ্ধ হয়।
সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়নি।
এব্যপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, শুভপুর এলাকার সন্ত্রাসী নাজিম আনোয়ারকে লক্ষ্যকরে গুলি ছুঁড়লে শিশু হৃদয়ের গায়ে লাগে।
ওসি জানান, সন্ত্রাসী নাজিম গত বছর অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলে। সম্প্রতি সে জামিনে ছাড়াপায়। সন্ত্রাসী নাজিমের ধারণা আনোয়ারই নাজিমকে পুলিশে ধরিয়ে দিয়েছিলো। এ কারণে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরা দু’জনেই সন্ত্রাসী বলে ওসি জানান।
চাঁদপুর টাইমস- জেএআই/ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur