চাঁদপুর টাইমস ডেস্ক : ১৫ আগস্ট ২০১৫, রবিবার, বিকাল ০৩ : ৫৫ মিনিট
মাগুরার বহুল আলোচিত যুবলীগের দু-গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে তার মা নাজমা খাতুনের কোলে দেয়া হয়েছে।
রবিবার দুপুর পৌনে ১টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এনআইসিইউ থেকে ৪৮ নং কেবিনে মায়ের কাছে দেয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, শিশুটি এখন সুস্থ হওয়ায় ঢাকা মেডিক্যাল বোর্ড তাকে মায়ের কাছে দেয়ার সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ মোমিন ভূইয়া নিহত ও অন্তুঃসত্ত্বা নাজমা খাতুন ও তার নবজাতক শিশু কন্যা গুলিবিদ্ধ হয়।
গুলিবিদ্ধ নাজমা বেগম ও তার নবজাতক শিশু কন্যা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur