ফ্যাসিবাদী দুঃশাসন হঠাও ,শ্রমজীবি মানুষ বাঁচাও এ শ্লোগান সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে ২৯ নভেম্বর সোমবার সকালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মাকর্সবাদী) প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়েছে।
মহান রুশ বিপ্লব বার্ষিকী ও বাসদ (মাকর্সবাদী) প্রতিষ্ঠা বার্ষিকীর ডাক পূজিবাদ বিরোধী গনসংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে উপজেলা সদরে ওনুআ স্মৃতি সংসদ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদের (মাকর্সবাদী) কেন্দ্রীয় নেতা, চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমরেড আলমগীর হোসেন দুলাল। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধির প্রতিবাদে একই দিন বাসদের নের্তৃত্বে উপজেলা সদের বিক্ষোভ মিছিল বের করা হয়।
আলোচনা সভায় অন্যান্যদেরে মধ্যে রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফন্টের জেলা শাখার আহবায়ক রহিমা আক্তার কলি, কমরেড তবারক উল্লা ও কমরেড ওয়াদুদ।
প্রতিবেদক: শিমুল হাছান,২৯ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur