বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
২৪ নভেম্বর বুধবার দুপুর ১২টায় চাঁদপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক এডভোকেট সলিম উল্যা সেলিমের নেতৃত্বে জেলা বিএনপির নেতৃবৃন্দ জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর কার্যালয়ে এসে তার সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান বাবুল,যুগ্ম আহবায়ক দেওয়ান সফিকুজ্জামান, মুনির চৌধুরী, অ্যাডঃ হারুনুর রশিদ, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ জহির উদ্দিন বাবর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা মৎস্য জীবি দলের সভাপতি গোলাম মোস্তাফা, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur