চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ১০:০৯ অপরাহ্ণ, ১৫ আগস্ট ২০১৫, শনিবার
রমনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রীকে (১৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানান, ওই ছাত্রী জামালপুরের সরিষাবাড়ি থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করতে। তিনি মৌচাকের একটি মেসে থাকতেন।
এসআই আরও জানান, তেজগাঁও কলেজের শাওন (২২) নামেপূর্বপরিচিত এক ছাত্র শুক্রবার বিকেল ৪টার দিকে ছাত্রীকে ভর্তি পরীক্ষার শিট দেওয়ার কথা বলে মগবাজার একটি হোটেলে নিয়ে যান। শাওনের আরেক বন্ধু নিলয় (২৩) সেখানে আগে থেকেই ছিলেন। সেখানে শাওন ও নিলয় মিলে ধর্ষণ করেন। পরে কলেজছাত্রীটি তার মেসে ফিরে মোবাইলে বাবা-মাকে বিষয়টি বলেন।
এসআই আরও জানান, বাবা-মা বিষয়টি জানার পর সকালে ঢাকায় আসেন। পরে রমনা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে কলেজছাত্রীকে হাসপাতালে ভর্তি করেন।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur