কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ দুজনকে গুলি করে হত্যার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন নিহত কাউন্সিলর সোহেল এর ছোট ভাই সৈয়দ মোঃ রুমন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার রাতে দায়ের করা মামলায় নগরীর ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলমকে প্রধান অভিযুক্ত করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮-১০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম জানান, হত্যার ঘটনার পরথেকেই অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। শিগগিরই অপরাধীরা ধরা পরবে বলেও তিনি জানান।
এর আগে গত ২২ নভেম্বর সোমবার বিকেল ৪টার দিকে কুমিল্লার সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেলসহ অন্তত ৬ জন নিজ কার্যালয়ে গুলিবিদ্ধ হন। পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহেল ও তার সঙ্গী হরিপদ সাহার মৃত্যু হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ২৪ নভেম্বর ২০২১