চাঁদপুরের শাহরাস্তিতে নিখোঁজের ১৮ দিন পর উদ্ধার হয়েছে সূচীপাড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রিমন হোসেন জনির (১৮) লাশ। ময়নাতদন্ত শেষে গত রোববার রাতে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এদিকে রিমনের মৃত্যুর ঘটনায় তাঁর পিতা বাদী হয়ে শাহরাস্তি থানায় ওই দিন বিকেলে একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন… শাহরাস্তিতে নিখোঁজের ১৮ দিন পর সাংবাদিকপুত্রের লাশ উদ্ধার
উল্লেখ্য, গত ২০ নভেম্বর সন্ধ্যায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক পূর্ব পাড়ার ইসমাইল মিয়াজি বাড়ির ডোবায় শ্রমিকেরা কাজ করতে যায়। সেখানে তাঁরা একটি অর্ধ গলিত লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। প্যান্ট ও মানিব্যাগ দেখে দৈনিক ইত্তেফাকের শাহরাস্তি উপজেলা সংবাদদাতা মো. জসিম উদ্দিন লাশটি তাঁর ছেলে রিমনের বলে নিশ্চিত করেন। রিমন গত ২ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। সম্ভাব্য সব জায়গায় খোঁজ শেষে ১৮ নভেম্বর তাঁর পিতা শাহরাস্তি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার হওয়া রিমনের অর্ধগলিত লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি বেশ কয়েকটি সংস্থা কাজ করছে।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur