চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের জন্য ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপরে উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় ফরিদগঞ্জের ভারপ্রাপ্ত ইউএনও আজিজুন্নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফ আহম্মেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ সহিদুল্লা তফাদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান প্রমুখ।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ছাড়া নানান শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৮ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur