কুমিল্লায় প্রকাশ্যে হত্যা করা হয়েছে এক যুবককে কুপিয়ে। নগরীর টিক্কারচর কবরস্থানের পাশে বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহত যুবক মোঃ হৃদয় (১৮) সংরাইশ এলাকার গোজুদ্দার বাড়ির নুর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সুজানগর এলাকার সিরাজ মিয়ার ছেলে রাজিব মিয়ার (১৮) সাথে কদিন আগে হৃদয়ের কথা কাটাকাটি হয়। এর জের ধরে ১৭ নভেম্বর সকালে হৃদয় কাজের উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তার পিছু নেয়। পরে টিক্কারচর কবরস্থানের দিকে আসলে রাজিব তার পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় হৃদয়।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ারুল আজিম জানান, লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্যে কুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত রাজিব মিয়াকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৭ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur