চাঁদপুরের ২শ’৭৫ বস্তা চালসহ উধাও হয়ে গেছে এক ট্রাক চালক। ১৩ নভেম্বর শনিবার এই ঘটনা ঘটে। চালের বস্তাগুলো বাগাদী রোডের নতুনবাজার হতে কুমিল্লা মুদাফফরগঞ্জ পৌঁছানোর কথা ছিলো। কিন্তু চালক সেখানে না গিয়ে পুরো চালের বস্তাসহ ট্রাক নিয়ে উধাও হয়ে গেছে।
এ বিষয়ে মুদাফফরগঞ্জের ব্যবসায়ী সুমন চন্দ্র পাল চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ব্যবসায়ী সুমন চন্দ্র পাল জানান, চাঁদপুরের রোশন অটো রাইস মিল থেকে ঢাকা মেট্রো-ট ১৩-২১৩৪ নাম্বারের ১টি ট্রাক সড়ক পথে ২৭৫ বস্তা চাল নিয়ে আমার গদিতে আসার কথা ছিলো। কিন্তু সে ট্রাকটি চালসহ পরবর্তীতে আমার এখানে না এসে ফরিদগঞ্জ রায়পুর সড়ক দিয়ে গাড়িটি উধাও হয়ে যায়।
যা আমরা সিসিটিভিতে দেখতে পেয়ে চাঁদপুর সদর মডেল থানায় অবহিত করি। এই চাল উদ্ধার না হলে আমাকে পথে বসতে হবে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশীদ জানান, ‘চাল নিয়ে ট্রাক চালক উধাও হওয়ার বিষয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সুমন শনিবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৭৩৫। আমরা ইতিমধ্যে চাল উদ্ধারে আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।’
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৪ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur