১৪ আগস্ট ২০১৫, শনিবার, দুপুর 12 : 10 মিনিট
চাঁদপুর টাইমস ডেস্ক:
মহান আল্লাহ তায়ালা তার বান্দাদের নানামুখী প্রতিভা দিয়েছেন। কেউ তার প্রকাশ ঘটাতে পারে আবার কেউ ঘটাতে পারে না। পবিত্র রমজান মাসকে সামনে রেখে জান্নাতকে ১১ মাস ধরে সুসজ্জিত করা হয়। পৃথিবীতেও রমজানের আগমনকে কেন্দ্র করে অনেকে অনেক কর্মকা- করে থাকেন। এদেরই একজন আফগানিস্তানের বাদাখশান নিবাসী মারইয়াম আতাই।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর পবিত্র রমজান মাসে অবতীর্ণ কুরআন মাজীদ সে নিজ হাতে লিখেছে। ১১৪ সূরা এবং ৬৬৬৬টি আয়াত সম্বলিত কুরআন মাজীদ লিখতে সে সময় নিয়েছে প্রায় তিন বছর এবং চলতি রমজান মাসের মাত্র ক’দিন আগে তার এই লেখা সমাপ্ত হয়েছে। আল্লাহ তায়ালা তাকে উত্তম প্রতিদান দান করুন। আমীন।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur