১৪ আগস্ট ২০১৫, শনিবার, ভোর ০৯ : ৪৪ মিনিট
চাঁদপুর টাইম ডেস্ক:
রাঙামাটি জেলার বাঘাইছড়ির কেন্দ্রছড়ি (বড় আদম) এলাকায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ কর্মীদের ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছেন।
শনিবার ভোরের দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা সবাই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী বলে দাবি করেছে পুলিশ।
বাঘাইছড়ি থানার ওসি জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে সেনা সদস্যরা টহল শেষে ব্যারাকে ফিরছিল। এ সময় ওৎ পেতে থাকা ইউপিডিএফ কর্মীরা তাদের ওপর গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে ৫ ইউপিডিএফ কর্মী নিহত হন। ঘটনাস্থল থেকে ৭টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur