চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী হযরত শাহ নেয়ামত উচ্চ বিদ্যালয়ে ২০২১ সালের ১৫৮জন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ নভেম্বর রোববার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অ্যাডভোকেট মো. ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক মো. রুহুল আমিনের পরিচালনায় বিদায়ী দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন।
এসময় তিনি বলেন, আমি এ বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী। বর্তমানে সভাপতি দায়িত্বপালন করতে এসে পূর্বের স্মৃতি খুবই মনে পড়ে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রচেষ্টায় দুটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিশেষ করে বিদ্যালয়ের সামনের গেইট পুকুরের দু’দিক বাউন্ডারী দেয়াল নির্মান করা হবে। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই ভালো ফলাফলের মাধ্যমেই এ বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাসার,কচুয়া প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক জিসান আহমেদ নান্নু,শিক্ষার্থী প্রমী আক্তার প্রমুখ। আলোচনা শেষে শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur