চাঁদপুরের ফরিদগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
৬ নভেম্বর শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এস আই রুবেল ফরাজীসহ সঙ্গীয় ফোর্সসহ তথ্যপ্রযুক্তি ব্যবহার ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি রিন্টু প্রানামিক (১৯)কে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে আটক করে।
জানা যায়, ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের নবম শ্রেনীর (১৪) এক শিক্ষার্থীকে ৫ নভেম্বর স্কুলে যাওয়ার পথে জোর পূর্বক তুলে ধর্ষণ করে। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের পর পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
অভিযুক্ত ধর্ষক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার রানীগ্রাম এলাকার মতিউর রহমান ওরফে টেক্কার ছেলে রিন্টু প্রানামিক (১৯)।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আমরা একটি কিডনাফের ঘটনা শুনা মাত্রই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভিক্টিম ও ধর্ষককে আটক করে আদালতে প্রেরন করেছি।
প্রতিবেদক: শিমুল হাছান, ৬ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur