চাঁদপুর লেখক পরিষদ কর্তৃক আয়োজিত চাঁদপুর সাহিত্য একাডেমিতে ৬ নভেম্বর বিকাল চারটায় চার গুণীজনকে সম্মামনা প্রদান করেছেন ।
লেখক পরিষদের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার শিক্ষার বাতিঘর নামে খ্যাত চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক অসিত বরণ দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাড. শীতল ঘোষ,নজরুল গবেষক ফতেহ-উল-বারী,সাহিত্যিক মাকসুদ মাওলা ও চর্যাপদ সাহিত্য পরিষদের মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণি।
চার গুণীজনের মধ্যে ছিলেন গীতিকার হিসেবে মুখলেসুর রহমান মুকুল,আবৃতিকার অধ্যাপক দুলাল দাস, প্রাবন্ধিক আব্দুল গনি ও সাহিত্যিক হিসেবে নাহিদা আশ্রাফী।

চাঁদপুরে এ চার গুণীজনের সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁদপুর লেখক পরিষদ এ সম্মাননার আয়োজন করে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন লেখক পরিষদের সাধারণ সম্পাদক খোকন মজুমদার। চাঁদপুর লেখক পরিষদের সাংবাদিক এমআর হারূন, সাংগঠনিক সম্পাদক এমকে সুমন পাটওয়ারী , সাইফূল খান রাজিব,ফাহিমা জাহান,সানজিদা আলম,অভিজিৎ আাচার্যী প্রমুখ ।
সিনিয়র করেসপন্ডেন্ট,৬ নভেম্বর ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur