Home / চাঁদপুর / চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি
যাত্রীবাহী

চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবি

চাঁদপুরের মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার ৫ নভেম্বর দুপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রলারে থাকা সব যাত্রী তীরে উঠলেও নাছিমা বেগম (৩৫) নামের যাত্রী নিখোঁজ রয়েছেন।

জানা যায়, নাছিমা বেগম শরীয়তপুর জেলার সখিপুর থানার উত্তর তারাবুনিয়ায় গ্রামের সালেহ আহমেদের স্ত্রী। এ ঘটনায় নৌপুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

চাঁদপুর নৌ-থানার অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার জানান, সকালে শরীয়তপুরের ঘোষেরহাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি লামিয়া। লঞ্চটি দুপুরবেলা ডাকাতিয়া-মেঘনা নদীর মিলনস্থল মোলহেড অতিক্রম করার সময় যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি নদীতে ডুবে যায়।

এ সময় ট্রলারে থাকা ১০-১২ জন যাত্রীর মধ্যে সকলে সাঁতরে তীরে উঠতে সমর্থ হলেও নাছিমা বেগম নামের এক যাত্রী পানিতে ডুবে নিখোঁজ হর। নিখোঁজ যাত্রীকে উদ্ধারে অভিযান চালাচ্ছি। এ ঘটনার পরে ওই লঞ্চটি মোহনপুর এলাকার মেঘনা নদী থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

চাঁদপুর জেলা বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম বলেন, ট্রলারটি ডাকাতিয়া নদীতে নতুনবাজার থেকে পুরানবাজার এলাকায় যাত্রী পরিবহন করতো। লঞ্চের ধাক্কায় ট্রলারে থাকা ৩-৪ জন যাত্রী আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

শরীফুল ইসলাম , ৫ নভেম্বর ২০২১
এজি