Home / চাঁদপুর / চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের ৬ ইউনিটে কমিটি অনুমোদন
জেলা

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের ৬ ইউনিটে কমিটি অনুমোদন

চাঁদপুর জেলার ৬টি ইউনিটে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (৩০ অক্টোবর) সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলার নেতাদের যৌথ সভায় চাঁদপুর জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলার আহ্বায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী ইব্রাহীম জুয়েল এসব কমিটি অনুমোদন করেন।

চাঁদপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো

১. হাজীগঞ্জ উপজেলা: আহ্বায়ক- মোহাম্মদ বিল্লাল হোসেন, সদস্য সচিব- মো. সাইফুল ইসলাম চৌধুরী (মিঠু)। যুগ্ম-আহ্বায়ক-১. মো. জহিরুল ইসলাম মজুমদার, ২. মাহবুব আলম, ৩. মো. আবু বক্কর ছিদ্দিক, ৪. মো. রাশেদুল ইসলাম, ৫. মো. হাসান পাটয়ারী, ৬. মো. আনোয়ার হোসেন, ৭. মো. শাহাজালাল (রাসেল), ৮. মো. শরীফুল ইসলাম, ৯. মো. জহিরুল ইসলামসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

২. হাজীগঞ্জ পৌর: আহ্বায়ক- মুজিবুর রহমান, সদস্য সচিব- মো. ইকবাল হোসেন সর্দ্দার। যুগ্ম-আহ্বায়ক-১. নূর মোহাম্মদ সবুজ, ২. মো. আজাদ হোসেন (বাপ্পি), ৩. মো. দিনার, ৪. মো. কাজী সালেহ আকরাম (রাকিব), ৫. মহিউদ্দিন, ৬. মো. আলমগীর হোসেন, ৭. মো. আব্দুর রব (রবু), ৮. মো. রবিউল হাসান (সজল), ৯. মো. খোরশেদ ইসলাম শাহেন শাহসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৩. কচুয়া উপজেলা: আহ্বায়ক- গাজী মো. শাহজাহান সিরাজ, সদস্য সচিব- মো. আল আমিন। যুগ্ম-আহ্বায়ক-১. মো. মোশারফ হোসেন, ২. মো. এসএম মান্নান সবুজ, ৩. কাজী তৌহিদুল আলম, ৪. মো. মানিক মজুমদার, ৫. মোহাম্মদ হোসেন, ৬. মো. আব্দুল হাকিম, ৭. মো. ইসহাক মিয়া, ৮. মো. মজিবুর রহমান, ৯. মো. বিল্লাল হোসেনসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৪. কচুয়া পৌর: আহ্বায়ক- মো. এনামুল হক, সদস্য সচিব- মো. মিজানুর রহমান। যুগ্ম-আহ্বায়ক-১. আব্দুল কাদের ফারুক, ২. মো. মাসুদ রানা, ৩. মো. শরীফ উল্যাহ, ৪. মো. মমিনুল হক, ৫. আলমগীর হোসেন, ৬. মো. অলি উল্লাহ, ৭. মো. আনোয়ার, ৮. আব্দুল্লাহ আল মামুন, ৯. হাফেজ মো. আলমগীরসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৫. শাহরাস্তি উপজেলা: আহ্বায়ক- মো. মাসুদ হোসেন, সদস্য সচিব- মো. মোয়াজ্জেম হোসেন সিপন। যুগ্ম-আহ্বায়ক-১. মো. ইকবাল হোসেন প্রিন্স, ২. মো. রবিউল আলম, ৩. মো. রাফায়েত হোসেন, ৪. রাশেদ পাটওয়ারী, ৫. জসিম উদ্দিন সাগর, ৬. মো. বিল্লাল হোসেন, ৭. মো. সফিকুর রহমান রনি, ৮. মো. নুরে আলম অপু, ৯. মো. আব্দুল করিমসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

৬. হাইমচর উপজেলা: আহ্বায়ক- মো. বোরহান উদ্দিন জোটন, সদস্য সচিব- মো. জহিরুল ইসলাম। যুগ্ম-আহ্বায়ক-১. মো. মিজানুর রহমান, ২. মো. আবু জাফর খাঁন, ৩. মো. আরিফুল ইসলাম, ৪. মো. সাহিদ হোসেন, ৫. মো. বোরহান উদ্দিন, ৬. মো. রিয়াদ হোসেন জনি, ৭. মো. হাবিব গাজী, ৮. মো. নূরে আলম গাজী চুন্নু, ৯. মো. আব্দুল আলিমসহ ৩১ সদস্যবিশিষ্ট কমিটি।

প্রেস বিজ্ঞপ্তি