কুমিল্লার চান্দিনা কাঠেরপুল এলাকায় মাইক্রবাস- লড়ির সংঘর্ষে ২জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ১ জন।আজ ভোরে জেলার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মনোহরগন্জ উপজেলার ভাটগাও গ্রামের আবদুল মালেকের ছেলে ইব্রাহিম, লাকসাম উপজেলার কামাল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম।
পুলিশ জানায়,চট্টগ্রাম অভিমুখী একটি লড়ির পেছন দিক থেকে দ্রুতগামি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। আহত হয় আরও একজন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করেছে। আহতকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
কুমিল্লা প্রতিনিধি, ৩০ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur