সরকারি চাকরির প্রত্যাশায় ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন প্রার্থী। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।
আজ শুক্রবার ২৯ অক্টোবর সকাল ১০ টায় পরীক্ষায় বসেছেন তারা । শেষ হবে বেলা ১২টায়। বাংলা,ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিকসহ বিভিন্ন বিষয়ের ওপর ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে প্রার্থীদের।
সরকারি কর্ম কমিশন জানায়, ৪৩তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩শ জন, পুলিশ ক্যাডারে ১শ জন,পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন,অডিটে ৩৫ জন,তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেয়া হবে।
প্রার্থীদের বই-পুস্তক,সকল প্রকার ঘড়ি, মোবাইল ফোন, ক্যালকুলেটর,সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস,ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনও ডিভাইস,গয়না ও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র বাইরে রেখে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়।
পরীক্ষা কেন্দ্রের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন,ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়।
পিএসসি জানায়, পিএসসির চেয়ারম্যান মো.সোহরাব হোসাইনের মোহাম্মদপুর রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যাড কলেজ কেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
বার্তা কক্ষ , ২৯ অক্টোবর ২০২১
এজি