চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ আল-আমিন মডেল মাদরাসার নূরাণী বিভাগের (নাজেরা) ১ম ব্যাচে ৫০ জন শিক্ষার্থীকে বুধবার (২৭ অক্টোবর) কুরআন মাজিদের ছবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আল-আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম. ফখরুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ছবক প্রদান করেন চাঁদপুর সদরের বাগাদী আহমাদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আহসান উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজের প্রভাষক (ইসলামিক) ও অভিভাবক সদস্য মাওলানা সোহাইল আহমেদ চিশতী।
হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফেজ মাওলানা আ.জ.ম ইসমাইল হোসেন (আযাদ), ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান, অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মো. মজিবুর রহমান মস্তান।
এসময় উপস্থিত ছিলেন, ফাইন্ডেশনের অন্যান্য সদস্য, এলাকার সূধী, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দ এবং আমন্ত্রিত মেহমানবৃন্দ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur