চাঁদপুরে করোনাকালীন সময়ে পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রণোদনা ঋণ প্রদান করা হয়েছে। ২৬ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যুরো বাংলাদেশ চাঁদপুর সদর শাখার আয়োজনে এই ঋণ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১১ জনকে ৮ লাখ টাকার নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, ‘ব্যুরো বাংলাদেশের কার্যক্রমকে বিস্তৃত করতে এবং করোনাকালীন সময়ে তারা যে অসহায়দের পাশে আছে তারই প্রমাণ আজকের অনুষ্ঠান। আশাকরি তারা ভালোভাবে কাজ করবে এবং চাঁদপুরবাসীর পাশে থাকবে। তারা সরকারি নির্দেশনার ভিতর থেকে কাজ করবে এবং সরকারে বিধিবিধান সুষ্ঠভাবে মেনে চলবে। বিশেষকরে ঋন দানের ক্ষেত্রে যে নির্দেশনা রয়েছে তার প্রতিপালন করবে। ব্যুরো বাংলাদেশের কার্যক্রমের মাধ্যমে সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন হবে।’
ব্যুরো বাংলাদেশের চাঁদপুর সদর শাখার জোনাল ম্যানেজার মো. শাহাদত হোসেনের সঞ্চালনায় ঋণ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৬ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur