মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক প্রতিনিধি পদে বৃহস্পতিবার পর্যন্ত ৭ জন মনোনয়ন পত্র উত্তোলন করছেন। তারা হলেন – মিরান হোসেন মিয়াজি ( গ্রাম বাইশপুর, বর্তমান কলাদী), মোঃ জাহাঙ্গীর মোল্লা ( দিঘলদী),ঘন শ্যাম চন্দ্র বিশ্বাস( কলাদী), মোঃ জসিম উদ্দিন মিয়াজী ( বাইশপুর, বর্তমানে চরমুকুন্দী), আল- মহসীন প্রধান ( বাইশপুর), মোঃ সফিকুল ইসলাম মল্লিক( ঢাকিরগাঁও) ও মোঃ নাজমুল হক সরকার ( কলাদী)।
মনোনয়নপত্র দাখিল করছেন বল- মহসীন প্রধান, জসিম উদ্দিন মিয়াজী, সফিকুল ইসলাম মল্লিক ও ঘন শ্যাম বিশ্বাস। বিদ্যালয়ের অফিস সুত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়ন পত্র উত্তোলন ও দাখিলের শেষ তারিখ২১ অক্টোবর থেকে ২৫ অক্টেবর,যাচাই-বাছাই ২৫ অক্টোবর, প্রার্থী চুড়ান্ত তালিকা প্রকাশ ২৬ অক্টোবর, আপিল ২৭ অক্টোবর, আপিল শোনানি ২৮ অক্টোবর, প্রত্যাহারের শেষ তারিখ ৩০ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৩১ অক্টোবর। বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৪ শত ১৩ জন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন। ছবির ক্যাপসনঃ মতলব গন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করছেন মোঃ সফিকুল ইসলাম মল্লিক।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur