Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জ রূপসা উত্তরে নৌকা প্রার্থী ৮ জন
নৌকা

ফরিদগঞ্জ রূপসা উত্তরে নৌকা প্রার্থী ৮ জন

স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের অংশ গ্রহণের মধ্য দিয়ে ফরিদগঞ্জের ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমুল বর্ধিত সভায় নৌকা পেতে চান ৮জন।

২১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন আ’লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাটওয়ারীর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলামগীর হোসেন স¦পন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, সহ- দপ্তর সম্পাদক ইকবাল হোসেন মিঠু, সহ- প্রচার সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ইউনিয়ন আ’লীগে সহ-সভাপতি আবদুল লতিফ পাটওয়ারী প্রমুখ।

বর্ধিত সভায় তৃণমুলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১৫ রূপসা উত্তর ইউনিয়নে ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন, বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগে সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ পাটওয়ারী, সাবেক ছাত্রলীগ নেতা নূরের রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছার উল আলম কামরুল, সাবেক যুবলীগ নেতা জহিরুল ইসলাম, মাহফুজ গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়ালীদ বিন পাবেল।

এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আজ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। এখনও আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রতিবেদক: শিমুল হাছান, ২১ অক্টোবর ২০২১