চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৭ জিআর পরোয়ানার পলাতক আসামি সুজন (বেজি) কে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
২০ অক্টোবর বুধবার সন্ধ্যায় মতলব উত্তর থেকে তাকে আটক করা হয়। আটক পলাতক আসামি উপজেলার ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড আদুরভিটি গ্রামের ওমর আলী মিজির ছেলে।
মতলব উত্তর থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল সাহেবের নেতৃত্বে এএসআই/ মোঃ সুমনসহ অন্যান্য অফিসারদের সহযোগীতায় কুখ্যাত অপরাধী মোট ০৭টি জিআর পরোয়ানার পলাতক আসামী মোঃ সুজন (বেজি),কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur