Home / চাঁদপুর / চাঁদপুরসহ ৩৭ জেলায় শনাক্ত এক অঙ্কে, ২৩ জেলায় শূন্য
কোয়ারান্টাইনে

চাঁদপুরসহ ৩৭ জেলায় শনাক্ত এক অঙ্কে, ২৩ জেলায় শূন্য

গত ২৪ ঘণ্টায় করোনাতে দেশের ৬৪ জেলার মধ্যে ৩৭ জেলায় এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন, ২৩ জেলায় শনাক্ত নেই।

২০ অক্টোবর বুধবার করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৭ জেলায় এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন, ২৩ জেলায় কেউ শনাক্ত হয়নি। আর এক অঙ্কের বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা মহানগরসহ ঢাকা জেলা, চট্টগ্রাম, কক্সবাজার ও রাজশাহী জেলায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৩৬৮ জন আর দৈনিক রোগী শনাক্তের হার এক দশমিক ৮০ শতাংশ। ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ২১৩ জন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় যথাক্রমে ১৩ ও ১২ জন আর রাজশাহী জেলায় শনাক্ত হয়েছেন ১০ জন।

এছাড়া, ঢাকা বিভাগের গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও টাঙ্গাইল জেলায়; ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলায়; চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায়; রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, পাবনা ও বগুড়া জেলায়; রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলায়; খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা ও কুষ্টিয়া জেলায়; বরিশাল বিভাগের ভোলা ও পিরোজপুর জেলায় এবং সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় করোনাতে এক অঙ্কের রোগী শনাক্ত হয়েছেন।

আর শনাক্ত না হওয়া জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর ও নরসিংদী জেলা, চট্টগ্রাম বিভাগের বান্দরবান ও লক্ষ্মীপুর জেলা, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ও জয়পুরহাট জেলা, রংপুর বিভাগের রংপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা, খুলনা বিভাগের বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও সাতক্ষীরা জেলা, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ঝালকাঠি জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা।

ঢাকা ব্যুরো চীফ, ২০ অক্টোবর ২০২১