চাঁদপুরে অভিযান চালিয়ে ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
১৯ অক্টোবর মঙ্গলবার নৌ-পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা এসব তথ্য জানান।
তিনি বলেন, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার মিটার অবৈধ (কারেন্ট, সুতা) জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা। আর ২৭৮ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৬ জনকে গ্রেফতার করে ৭টি পৃথক মামলা দেওয়া হয়। পাশাপাশি ১৯টি নৌকা আটক করা হয়।
স্টাফ করেসপন্ডেট, ১৯ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur