Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে দুই ইউনিয়নে নৌকা পেতে চায় ২১ জন
ইউনিয়নে

মতলব দক্ষিণে দুই ইউনিয়নে নৌকা পেতে চায় ২১ জন

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

১৮ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পিয়ারীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের এবং দুপুর ২টার দিকে নারায়নপুর পপুলার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত হোসেন প্রধান।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মতলব দক্ষিন উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, জহিরুল ইসলাম আলেক, হানিফ চৌধুরী, প্রভাষক জসিম উদ্দিন, তাফাজ্জল হোসেন, শোভন সরকার, লোকমান হোসেন বাবুল, কাউন্সিলর আবুল বাশার পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ।

নায়েরগাঁও উত্তর ইউনিয়নে বিশেস বর্ধিত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম আহমেদ মিয়াজী ও সভা পরিচালনা করেন সাধরণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি চাঁন মিয়া মেম্বার ও সভা পরিচালনা করেন আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, নায়েরগাঁও উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়েছেন ৭ জন। তারা হলেন তসলিম মিয়াজী, কামরুজ্জামান মোল্লা, আবুল খায়ের, জাহাঙ্গীর পাটোয়ারী, মিজানুর রহমান সেলীম, রাসেল পাটোয়ারী নিলয় ও মোফাজ্জল হোসেন।

নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে মনোয়ন চেয়েছেন ১৪ জন। তারা হলেন গোলাম রাব্বানী, আব্দুস সালাম মামুন মৃধা, মাসুদ রানা পাটোয়ারী, ওমর ফারুক কোকিল, উত্তম কুমার দাস, লায়ন জয়নাল আবেদিন, শ্যামল পাটোয়ারী, নাসির আহম্মেদ অরুণ, নেছার আহম্মেদ, সবুজ প্রধান, হারু-অর রশিদ পাটোয়ারী, জিসান আহমেদ, শফিকুল ইসলাম বেপারী ও বুলবুল পাটোয়ারী।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১৮ অক্টোবর ২০২১