চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যু্ৎস্পৃষ্টে মো. খোকন (৩৯) এক কাঠ মিস্ত্রি শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৫ অক্টোবর শুক্রবার বেলা ৩ টার দিকে উপজেলার নাটেহেরা গ্রামে ঘটেছে।
নিহত শ্রমিক খোকন উপজেলার কালচোঁ দক্ষিন ইউনিয়নের নওহাটা কবিরাজ বাড়ীর মিজানুর রহমানের ছেলে।
নিহতের ভাই শিপন ও খোরশেদ বলেন, তার ভাই চার সন্তান রেখে মারা যায়। আমাদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নেই। থানার সাথে যোগাযোগ করে লাশ রাতেই মাটি দেওয়ার ব্যবস্থা করেছি।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি ডা. সুলতান মাহমুদ জানান, শ্রমিক খোকনকে হাসপাতালে নেয়ার পূর্বেই মৃত্যুবরণ করেছে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৫ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur